এতদিন কেবল মৌমাছির হুলে আক্রান্ত রোগীর চিকিৎসা করে এসেছেন চিকিৎসকরা।
কিন্তু ব্রিটিশ পতঙ্গ গবেষণাগার ইনসেন্টিনেল বলছে ভিন্ন কথা। তারা বলছে,
হুল ফোটানো ছাড়াও প্রাথমিক পর্যায়ের ক্যানসার শনাক্ত করে চিকিৎসায় ইতিবাচক
ভূমিকা রাখতে পারে মৌমাছি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষিত মৌমাছি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের ক্যানসার শনাক্ত করা সম্ভব হতে পারে। ইনসেন্টিনেলের ওই গবেষণার ওপর ভিত্তি করে নতুন এক কাঁচের ডিভাইস বানিয়েছেন পর্তুগিজ ডিজাইনার মিস সুসানা সোয়ার্স।
ডিভাইসটিতে দুটি কুঠুরি রয়েছে। ছোট কুঠুরিতে রোগীর নিঃশ্বাস ও অন্য কুঠুরিতে প্রশিক্ষণপ্রাপ্ত মৌমাছিরা থাকবে। যদি মৌমাছিরা ক্যানসার রোগীদের গন্ধ যুক্ত নিঃশ্বাসের সঙ্গে আগে থেকে পরিচিত হয় তাহলে ছোট চেম্বারের দিকে উড়ে যাবে। আর নিঃশ্বাসের মধ্যে ক্যানসারের গন্ধ না থাকলে মৌমাছিরা নিজেদের চেম্বারেই বসে থাকবে।
সুসানা সোয়ার্স দাবি করেছেন, শুধু ক্যানসার নয় এ পদ্ধত্বিতে যক্ষ্মা, ফুসফুস ক্যান্সার, ত্বক ক্যান্সার এবং ডায়াবেটিসও শনাক্ত করা সম্ভব হতে পারে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষিত মৌমাছি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের ক্যানসার শনাক্ত করা সম্ভব হতে পারে। ইনসেন্টিনেলের ওই গবেষণার ওপর ভিত্তি করে নতুন এক কাঁচের ডিভাইস বানিয়েছেন পর্তুগিজ ডিজাইনার মিস সুসানা সোয়ার্স।
ডিভাইসটিতে দুটি কুঠুরি রয়েছে। ছোট কুঠুরিতে রোগীর নিঃশ্বাস ও অন্য কুঠুরিতে প্রশিক্ষণপ্রাপ্ত মৌমাছিরা থাকবে। যদি মৌমাছিরা ক্যানসার রোগীদের গন্ধ যুক্ত নিঃশ্বাসের সঙ্গে আগে থেকে পরিচিত হয় তাহলে ছোট চেম্বারের দিকে উড়ে যাবে। আর নিঃশ্বাসের মধ্যে ক্যানসারের গন্ধ না থাকলে মৌমাছিরা নিজেদের চেম্বারেই বসে থাকবে।
সুসানা সোয়ার্স দাবি করেছেন, শুধু ক্যানসার নয় এ পদ্ধত্বিতে যক্ষ্মা, ফুসফুস ক্যান্সার, ত্বক ক্যান্সার এবং ডায়াবেটিসও শনাক্ত করা সম্ভব হতে পারে।
No comments:
Post a Comment