Pages

Saturday, December 7, 2013

দাঁত শিরশির করার কারণ ও দাঁতের যত্নে পরামর্শ

দাঁত শিরশির করার কারণ
দাঁত শিরশির করা একটি বিরক্তিকর ও কষ্টকর বিষয়। খাবার, বিশেষ করে ঠান্ডা বা গরম তরল কিছু পান করতে গিয়ে বা দাঁত ব্রাশ করা, এমনকি শ্বাস নিতে গেলে অনেক সময় দাঁত শিরশির করে ওঠে। টক বা মিষ্টিজাতীয় খাবার খেতে গেলেও একই ধরনের অনুভূতি হতে পারে। কিন্তু দাঁত কেন শিরশির করে

 

এ অবস্থার কখন সৃষ্টি হয়?
  • দাঁতে গর্তের সৃষ্টি হলে
  • দাঁতে এনামেল ক্ষয় হয়ে গেলে
  • অনেক দিনের পুরোনো ফিলিং করা থাকলে
  • মাড়ি ক্ষয় হয়ে দাঁতের গোড়া বের হয়ে গেলে
দাঁত আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিক অবস্থায় সঠিক কারণ নির্ধারণ করে চিকিৎসা নিন।


নিয়মিত দাঁতের যত্ন দরকার
  • নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁকে কোনো জীবাণু তৈরি হতে পারবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাশতা করার পরে দাঁত ব্রাশ করুন।
  • দাঁতের সংবেদনশীলতা কমায় এমন টুথপেস্ট ব্যবহার করুন। এমন টুথপেস্ট আপনাকে দাঁত শিরশিরের যন্ত্রণা থেকে রেহাই দেবে অনেকটা।
  • ব্রাশ করবেন আস্তে আস্তে। দাঁতের ওপর বেশি চাপ দেবেন না। জোরে ব্রাশ করলে দাঁতের শিরশিরভাব আরও বেড়ে যেতে পারে।
  • হালকা কোমল শলাকার ব্রাশ ব্যবহার করবেন।
  • যেকোনো অ্যাসিডজাতীয় খাবার খাওয়ার সময় সচেতন হোন। যেমন- ফলের জুস, ভিনেগার, কোমল পানীয়—এসব দাঁতের এনামেল নষ্ট করে। তাই এসব খাবার পরই দাঁত পরিষ্কার করে ফেলুন।
  • দাঁতে দাঁত ঘষা বা দাঁত চেপে রাখার অভ্যাস ত্যাগ করুন। এতেও এনামেলের ক্ষতি হয়।
  • অনেকেই দাঁতের যে অংশ শিরশির করে, সে অংশটি ব্রাশ করতে চান না। কিন্তু এতে সমস্যা আরও বাড়ে।

সুত্র - প্রথম-আলো

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আর্টিকেলটি পড়ে ভালো লাগলো। অনেকদিন ধরেই এই সমস্যায় ভুগছি পরে পেপসুডেন্ট এর প্রো-সেন্সিটিভ টুথপেস্টটি ব্যবহার করার পর এখন অনেকটা ভালোই আছি।

    ReplyDelete