আপনার সঙ্গীটি হতে পারে আপনার চোখে বিশ্বসেরা, কিন্তু এটা প্রায় নিশ্চিত যে মাঝেমধ্যেই সে এমন সব বিরক্তিকর ঘটনা ঘটায় যা তার প্রতি আপনার অনুরাগকে রাগে পরিণত করার জন্য যথেষ্ট। সম্প্রতি পুরুষদের ঘটানো এমনই কিছু বিরক্তিকর কাজের তালিকা আর এ ধরনের বিরক্তি থেকে মুক্তির উপায় সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।
ক্রিং ক্রিং মোবাইল ফোন!
মোবাইল ফোন, ট্যাবলেট বা প্রযুক্তিপণ্য ব্যবহারের সময় হুঁশ-জ্ঞান না থাকা আপনার বিরক্তি তৈরি করতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সময় অযথা কাউকে বার্তা পাঠানো, মোবাইলে চ্যাটিং বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় অনেক পুরুষকেই, যা সঙ্গীর বিরক্তি তৈরির জন্য যথেষ্ট।
খাবার সময় বা অন্তরঙ্গ মুহূর্তগুলো যখন প্রযুক্তিপণ্যের দখলে চলে যায় তখন চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বৈকি! তবে সম্পর্ক-বিশারদদের পরামর্শ হচ্ছে, এ ধরনের পরিস্থিতিতে সঙ্গীকে ধমক দেওয়া বা তার সঙ্গে কঠোর আচরণ করা থেকে বিরত থাকা উচিত। সঙ্গীর প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। তাঁর এ ধরনের আচরণে মন খারাপ করা উচিত নয় বরং সময় সুযোগ বুঝে আন্তরিকতার সঙ্গে সঙ্গীকে বোঝাতে হবে। সঙ্গীকে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ এবং সময় দেওয়ার সময় অন্যান্য কাজের ক্ষতি হচ্ছে এ ধরনের ভাবনা থেকে বের হয়ে আসার জন্য উত্সাহিত করতে হবে।
আমি কিছু জানি না!
অনেক সময় যখন পুরুষসঙ্গীর কাছে মতামত চাওয়া হয় সে চুপ করে থাকে। নারী সঙ্গীর কোনো চাওয়া পাওয়ার বিষয়টি যখন পুরুষ সঙ্গীর বোধগম্য হয় না তখন বিষয়টিকে সে সচরাচর এড়িয়ে যাওয়ারই চেষ্টা করে। যে বিষয়টি পুরুষের ধারণার বাইরে সে বিষয়ে তার মতামত চাইলে উত্তর পাওয়ার আশা করা দুরূহ! এমন পরিস্থিতিতে বিরক্ত লাগতেই পারে। এ ধরনের বিষয়গুলো সম্পর্কে সঙ্গীকে আগেভাগে কিছুটা জানানো প্রয়োজন। সঙ্গীর মতামত পাওয়ার জন্য পছন্দের বিষয়গুলো কিছুটা খুলে বলা উচিত যাতে মতামত দেওয়ার আগে তার ধারণা তৈরি হয়। অবশ্য এরপরও যদি সঙ্গী বিরক্ত হয় বা না শোনার ভান করে বা উত্তর না দিতে চায়, তাকে অবশ্যই জানাতে হবে যে, তার মতামত আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ।
ঝটপট তৈরি, ঝটপট বিরক্তি!
সচরাচর মেয়েদের সাজগোজে একটু সময় বেশি লাগে এ কারণে একটু দেরিও হয়তো হয়, কিন্তু কোথাও যাওয়ার আগে পুরুষদের বেলায় ঘটে অন্য বিষয়। ছেলেরা ঝটপট তৈরি হয়ে যায় এবং সঙ্গীর তৈরি হওয়ার জন্য অপেক্ষা করে। এ অপেক্ষার সময় অল্পতেই বিরক্ত হয়ে যায় ছেলেরা আর বারবার তাগাদা দিতে থাকে। এতে অনেক সময় নারীরা বিরক্ত হন। এ ধরনের পরিস্থিতিতে বিরক্ত না হয়ে আপনার সঙ্গীকে কিছু কাজ গছিয়ে দিতে পারেন। তা হতে পারে যেখানে যাওয়া হচ্ছে সেখানকার খোঁজখবর নেওয়া বা গুরুত্বপূর্ণ কোনো কাজ বাকি থাকলে সেটা সেরে ফেলা প্রভৃতি। এ সুযোগে আপনি তৈরি হয়ে নিতে পারবেন।
বকবক বন্ধ!
সাধারণত কাজ থেকে ফিরে বা দৈনন্দিন কাজের শেষে একরাশ বিরক্তিতে চুপচাপ দেখা যেতে পারে আপনার পুরুষ সঙ্গীকে। এ ধরনের পরিস্থিতিতে বাড়িতে ঢোকা মাত্রই এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এটা দরকার, ওটা দরকার বলে কথা শুরু হলে বিরক্তি বাড়তে পারে। পরে কথার পিঠে কথা এসে শুরু হতে পারে মনোমালিন্য। এ ধরনের পরিস্থিতি এড়াতে সঙ্গী বাড়িতে এলে তাকে কিছুটা সময় এক থাকতে দিন এবং স্বাভাবিক হতে দিন। বাড়িতে ফিরে কিছুটা সময় কাটানোর পর সে যখন আবার স্বাভাবিক হয়ে যাতে তখন প্রয়োজন-অপ্রয়োজনীয় সব কথা সেরে নিতে পারবেন।
সুত্র : prothom-alo
ক্রিং ক্রিং মোবাইল ফোন!
মোবাইল ফোন, ট্যাবলেট বা প্রযুক্তিপণ্য ব্যবহারের সময় হুঁশ-জ্ঞান না থাকা আপনার বিরক্তি তৈরি করতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সময় অযথা কাউকে বার্তা পাঠানো, মোবাইলে চ্যাটিং বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় অনেক পুরুষকেই, যা সঙ্গীর বিরক্তি তৈরির জন্য যথেষ্ট।
খাবার সময় বা অন্তরঙ্গ মুহূর্তগুলো যখন প্রযুক্তিপণ্যের দখলে চলে যায় তখন চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বৈকি! তবে সম্পর্ক-বিশারদদের পরামর্শ হচ্ছে, এ ধরনের পরিস্থিতিতে সঙ্গীকে ধমক দেওয়া বা তার সঙ্গে কঠোর আচরণ করা থেকে বিরত থাকা উচিত। সঙ্গীর প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। তাঁর এ ধরনের আচরণে মন খারাপ করা উচিত নয় বরং সময় সুযোগ বুঝে আন্তরিকতার সঙ্গে সঙ্গীকে বোঝাতে হবে। সঙ্গীকে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ এবং সময় দেওয়ার সময় অন্যান্য কাজের ক্ষতি হচ্ছে এ ধরনের ভাবনা থেকে বের হয়ে আসার জন্য উত্সাহিত করতে হবে।
আমি কিছু জানি না!
অনেক সময় যখন পুরুষসঙ্গীর কাছে মতামত চাওয়া হয় সে চুপ করে থাকে। নারী সঙ্গীর কোনো চাওয়া পাওয়ার বিষয়টি যখন পুরুষ সঙ্গীর বোধগম্য হয় না তখন বিষয়টিকে সে সচরাচর এড়িয়ে যাওয়ারই চেষ্টা করে। যে বিষয়টি পুরুষের ধারণার বাইরে সে বিষয়ে তার মতামত চাইলে উত্তর পাওয়ার আশা করা দুরূহ! এমন পরিস্থিতিতে বিরক্ত লাগতেই পারে। এ ধরনের বিষয়গুলো সম্পর্কে সঙ্গীকে আগেভাগে কিছুটা জানানো প্রয়োজন। সঙ্গীর মতামত পাওয়ার জন্য পছন্দের বিষয়গুলো কিছুটা খুলে বলা উচিত যাতে মতামত দেওয়ার আগে তার ধারণা তৈরি হয়। অবশ্য এরপরও যদি সঙ্গী বিরক্ত হয় বা না শোনার ভান করে বা উত্তর না দিতে চায়, তাকে অবশ্যই জানাতে হবে যে, তার মতামত আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ।
ঝটপট তৈরি, ঝটপট বিরক্তি!
সচরাচর মেয়েদের সাজগোজে একটু সময় বেশি লাগে এ কারণে একটু দেরিও হয়তো হয়, কিন্তু কোথাও যাওয়ার আগে পুরুষদের বেলায় ঘটে অন্য বিষয়। ছেলেরা ঝটপট তৈরি হয়ে যায় এবং সঙ্গীর তৈরি হওয়ার জন্য অপেক্ষা করে। এ অপেক্ষার সময় অল্পতেই বিরক্ত হয়ে যায় ছেলেরা আর বারবার তাগাদা দিতে থাকে। এতে অনেক সময় নারীরা বিরক্ত হন। এ ধরনের পরিস্থিতিতে বিরক্ত না হয়ে আপনার সঙ্গীকে কিছু কাজ গছিয়ে দিতে পারেন। তা হতে পারে যেখানে যাওয়া হচ্ছে সেখানকার খোঁজখবর নেওয়া বা গুরুত্বপূর্ণ কোনো কাজ বাকি থাকলে সেটা সেরে ফেলা প্রভৃতি। এ সুযোগে আপনি তৈরি হয়ে নিতে পারবেন।
বকবক বন্ধ!
সাধারণত কাজ থেকে ফিরে বা দৈনন্দিন কাজের শেষে একরাশ বিরক্তিতে চুপচাপ দেখা যেতে পারে আপনার পুরুষ সঙ্গীকে। এ ধরনের পরিস্থিতিতে বাড়িতে ঢোকা মাত্রই এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এটা দরকার, ওটা দরকার বলে কথা শুরু হলে বিরক্তি বাড়তে পারে। পরে কথার পিঠে কথা এসে শুরু হতে পারে মনোমালিন্য। এ ধরনের পরিস্থিতি এড়াতে সঙ্গী বাড়িতে এলে তাকে কিছুটা সময় এক থাকতে দিন এবং স্বাভাবিক হতে দিন। বাড়িতে ফিরে কিছুটা সময় কাটানোর পর সে যখন আবার স্বাভাবিক হয়ে যাতে তখন প্রয়োজন-অপ্রয়োজনীয় সব কথা সেরে নিতে পারবেন।
সুত্র : prothom-alo
No comments:
Post a Comment