Pages

Tuesday, December 3, 2013

এনার্জি ড্রিংকস হতে সাবধান


এনার্জি ড্রিংকস হতে সাবধান
ক্যাফেইনে পরিপূর্ণ শক্তিবর্ধক পানীয় পানে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকরা।
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৭ জনকে শক্তিবর্ধক পানীয় পান করানোর পর তাদের হৃদযন্ত্রের ছবি নেন।
গবেষণায় দেখা গেছে শক্তিবর্ধক পানীয় পানের পর তাদের হৃদস্পন্দন গতি অনেক বেড়ে যায় বলে বিবিসি জানিয়েছে।

গবেষক দলটি ‘দ্য রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকা’র বার্ষিক সম্মেলনে বলেন, শিশু ও পূর্ণ বয়স্ক মানুষের বেশ কিছু শারীরিক অবস্থায় এ ধরণের পানীয় পান পরিহার করা উচিত।

শক্তিবর্ধক পানীয়গুলোতে ক্যাফেইনযুক্ত অন্যান্য পণ্য যেমন কফি বা কোলার চাইতে তিনগুণের বেশি ক্যাফেইন থাকে জানিয়ে গবেষক ডা. জোনাস ডরনের বলেন, “যদিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি শক্তিবর্ধক পানীয়গুলো ঠিক কীভাবে হৃদযন্ত্রের কার্যক্রমকে প্রভাবিত করে।“

“তবে প্রচলিত আছে উচ্চমাত্রার ক্যাফেইন সমৃদ্ধ খাবারে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেগুলোর মধ্যে- হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিরতা, রক্তের চাপ বেড়ে যাওয়া ইত্যাদি। অনেক ক্ষেত্রে এর জন্য হৃদরোগ বা হঠাৎ মৃত্যুও হয়ে থাকে।“

গবেষণায় অংশগ্রহণকারীদের এমন একটি পানীয় পান করতে দেয়া হয় যেখানে প্রতি ১০০মিলিলিটারে ৩২মিলিগ্রাম ক্যাফেইন এবং প্রতি ১০০মিলিলিটারে ৪০০ মিলিগ্রাম অন্যান্য রাসায়নিক ও টাউরিন রয়েছে।

ডা. ডরনের বলেন, “আমরা দেখেছি শক্তিবর্ধক পানীয় পানের পর স্বল্পসময়ের জন্য হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন প্রক্রিয়া প্রভাবিত হয়।“

“যদিও হৃদযন্ত্রের এই সঞ্চালন কার্যক্রম বেড়ে যাওয়া দৈনন্দিন জীবনযাত্রা বা অ্যাথলেটদের পারফর্মেন্সে কীভাবে প্রভাব ফেলে সেটা আমরা ঠিক জানি না। এছাড়া এটা কীভাবে হৃদরোগের ঝুঁকি বাড়ায় সেটাও এখনো অজানা।“

তবে গবেষকরা শিশু এবং যাদের অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা আছে তাদের শক্তিবর্ধক পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

সুত্র : bdnews24

No comments:

Post a Comment