১। নিয়মিত সকালে নাস্তা খাবার পর ও রাতে শোবার পূর্বে ব্রাশ করা।
২। সঠিক নিয়মে উপর-নীচ করে দাঁত ব্রাশ করা। সামনে পিছনে ঘষে নয়।
৩। ব্রাশের পূর্বে ডেন্টাল Floss ব্যবহার করা ।
৪। ক্যালসিয়াম, ভিটামিন-সি Zn-সহ অন্যান্য পুষ্টিসম্পন্ন শাকসবজি গ্রহণ করা।
৫। Soft Drinks, Chocolates ও অন্যান্য Fast Food ,মিষ্টি জাতিয় খাবার খাবারপর মুখ ভালভাবে ধুয়ে পরিষ্কার করা।
৬। যাদের Acidity সমস্যার জন্য মুখে দুর্গন্ধ হয় তাদের Gastro anthologist এর শরণাপন্ন হওয়া।
৭। প্রতি ৩ মাস অন্তর অন্তর ব্রাশ পরিবর্তন করতে হবে।
৮। প্রতি ৬ মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে।
No comments:
Post a Comment